আর্কাইভ
লগইন
হোম
ভারতে ডায়াবেটিসের নতুন রূপ ‘মোডি’, শিশুরাও আক্রান্ত হতে পারে
ভারতে ডায়াবেটিসের নতুন রূপ ‘মোডি’, শিশুরাও আক্রান্ত হতে পারে
দ্য নিউজ ডেস্ক
May 10, 2025
শেয়ার
ভারতে ডায়াবেটিসের নতুন রূপ ‘মোডি’, শিশুরাও আক্রান্ত হতে পারে
সোর্স: https://www.jugantor.com/doctor-available/952092
মন্তব্য

কোন মন্তব্য নেই।

সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যেসব লক্ষণ বুঝবেন ফুসফুসে ক্যানসার
যেসব লক্ষণ বুঝবেন ফুসফুসে ক্যানসার
16 ঘন্টা আগে
পরিবেশে দূষণ, ধূমপানসহ নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হতে পারে। খুব ধীরে ধীরে অঙ্গটির ক্ষতি হয় বলে অনেকে বিষয়টি বুঝতেও পারেন না। কিন্তু কঠিন পরিবেশে একসময় ক্যান্সার দেখা দেয় ফুসফুসে। তাই, একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে না দেখাই উচিত। শরীরের আরও কিছু সমস্যা আছে যা আগাম সতর্ক বার্তা দেয়। কিছু সমস্যা আছে যা ফুসফুস ক্যানসারের বার্তাও দেয়। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অনেক সময়ে দেখা যায়, রোগীর মৃত্যুর ২/৩ সপ্তাহ আগে ক্যানসার ধরা পড়ে। এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি। কাশি: সর্দি লাগলে কাশি হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কাশি হওয়ার লক্ষণ মোটেও ভালো নয়। ফুসফুসে সমস্যার কারণেই কিন্তু এমন কাশি দেখা দেয়। একটানা কাশির সমস্যায় ভুগলে আর দেরি করবেন না। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
20 ঘন্টা আগে
অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। গতকাল শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’ অপর আরেকটি পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও। সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
1 দিন আগে
ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাবে পাকিস্তান অভিযান শুরু করেছে। পাকিস্তান তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর। এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের ২৬টি স্থানে পাকিস্তানি বাহিনী ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গতকাল শুক্রবার (০৯ মে) রাতে ভারতের বারামুলা থেকে ভূজ পর্যন্ত বিস্তৃত এলাকা এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।