আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
দ্য নিউজ ডেস্ক
May 10, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
18 ঘন্টা আগে
অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। গতকাল শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’ অপর আরেকটি পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও। সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’
ভারতে ডায়াবেটিসের নতুন রূপ ‘মোডি’, শিশুরাও আক্রান্ত হতে পারে
ভারতে ডায়াবেটিসের নতুন রূপ ‘মোডি’, শিশুরাও আক্রান্ত হতে পারে
1 দিন আগে
বেশ কিছুদিন ধরে টাইপ ৫ ডায়াবেটিস নিয়ে বেশ হইচই হচ্ছিল। নতুন ধরনের ডায়াবেটিস কেন হচ্ছে এবং এর প্রতিকার কী, তা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন গবেষকেরা। এবার ভারতে আরও এক ধরনের ডায়াবেটিসের খোঁজ পাওয়া গেল। নতুন এ ধরনের নাম ‘ম্যাচুরিটি-অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং (মোডি)। শিশু ও কমবয়সিরাই বেশি আক্রান্ত। নবজাতকের শরীরেও দেখা দিতে পারে ডায়াবেটিসের এই নতুন রূপ। গবেষকেরা বলছেন, অত্যন্ত বিরল এই রোগ বংশগত। জিনের বিন্যাসের ওলটপালটেই দেখা দিতে পারে ‘মোডি’ ডায়াবেটিস, এমনটাই জানাচ্ছেন ভারতের চেন্নাইয়ের ‘মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন’ (এমডিআরএফ)-এর গবেষকেরা।