আর্কাইভ
লগইন
হোম
কাশ্মীর
ভারত আগ্রাসন চালালে জবাব দিতে পুরোপুুরি প্রস্তুত পাক সেনাবাহিনী
ভারত যদি পাকিস্তানের ওপর আগ্রাসন চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেছেন। তিনি গতকাল রোববার (০৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরে ইন-ক্যামেরা ব্রিফিংয়ে কার্যত এই হুঁশিয়ারি দেন ভারতকে। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের নিয়ে এদিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফ করেন লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৈঠকে আহমেদ শরীফ চৌধুরী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
1 দিন আগে
ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানিদের, আতঙ্কে হিন্দু শরণার্থীরা
ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানিদের, আতঙ্কে হিন্দু শরণার্থীরা
2025-04-26
কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত থেকে চলে যাওয়ার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা দ্রুত এগিয়ে আসছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতে বসবাসরত পাকিস্তানি হিন্দু শরণার্থীরা। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি তাদের আরও চিন্তিত করে তুলেছে। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল ভারত, যা শেষ হচ্ছে ২৭ এপ্রিল। তবে পাকিস্তানের হিন্দু নাগরিকদের যারা ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী ভিসা পেয়েছেন, তাদের ওপর এই নির্দেশনার কোনো প্রভাব পড়বে না। তবে স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি।