আর্কাইভ
লগইন
হোম
রংপুর রাইডার্স ক্যারিশমাটিক বোলিংয়ে ১ রানের জয় পেল
রংপুর রাইডার্স ক্যারিশমাটিক বোলিংয়ে ১ রানের জয় পেল
দ্য নিউজ ডেস্ক
July 14, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
নেইমারের জাদুতেই ফ্লামেঙ্গোকে হারাল সান্তোস
নেইমারের জাদুতেই ফ্লামেঙ্গোকে হারাল সান্তোস
12 ঘন্টা আগে
নেইমার দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে আবার মাঠে ফিরেছেন। ফেরার আনন্দটা আরও বড় করলেন পুরনো ক্লাব সান্তোসের জার্সিতে নাটকীয় এক জয়ের নায়ক হয়ে। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি আ লিগে শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সান্তোস। আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া একমাত্র গোলটি এসেছে নেইমারের পা থেকে, ম্যাচের ৮৪তম মিনিটে। ঘরের মাঠে গিলহারমের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দুর্দান্ত টার্ন নেন নেইমার। তারপর যা করার, তা যেন তার পুরনো দিনের সেই ক্লাসিক নেইমার স্টাইলে; সোজা বল জালে। এই ম্যাচেই তৃতীয়বারের মতো শুরুর একাদশে খেলতে নামেন তিনি, ইনজুরির পর দীর্ঘ বিরতি শেষে।
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
13 ঘন্টা আগে
লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তার আগেই রংপুর রাইডার্স নিশ্চিত করে বসেছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। গতকাল বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে দেন রংপুর রাইডার্স। তাতেই নিশ্চিত হয় টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে ওঠার সুযোগ। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রাইডার্সরা ৫ উইকেটে জমা করে ১৫৮ রান। লক্ষ্য তাড়ায় ম্যাচটি জমিয়ে নেয় দুবাই। তবে শেষ হাসি হাসে নুরুলদের দল। দিনের অন্য খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে ওঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামিকাল শুক্রবার (১৮ জুলাই) শিরোপা ফয়সালার ম্যাচ। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নামবে সোহানরা। গতকাল ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক সোহান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।’
অস্ট্রেলিয়ার মোন্যাস বিশ্ববিদ্যালয় ডিম নিয়ে চমকপ্রদ তথ্য দিলো
অস্ট্রেলিয়ার মোন্যাস বিশ্ববিদ্যালয় ডিম নিয়ে চমকপ্রদ তথ্য দিলো
1 দিন আগে
ভিটামিন, প্রোটিন এবং খনিজে ভরপুর ডিমকে সুপার ফুড বলা হয়। দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় প্রায় সব শ্রেণির মানুষ ডিম খেয়ে থাকেন। পুষ্টিবিজ্ঞানীদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রোটিনের স্বাভাবিক উৎস ডিম। সম্প্রতি ডিমের ওপর গবেষণা করে চমকপ্রদ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার মোন্যাস ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির একটি স্টাডি জানিয়েছে, নিয়মিত ডিম খেলে শরীরে বড় ধরণের প্রভাব পড়ে। বিশেষ করে যুবক-বৃদ্ধদের আয়ু বৃদ্ধি এবং হার্টের সমস্যা সমাধান করতে পারে। ডিমে থাকা উন্নত মানের প্রোটিন শরীরের জন্য বেশ উপকারী। নিউট্রারিয়েন্টস জার্নালে প্রকাশিত স্টাডির তথ্য অনুসারে, সপ্তাহে যারা এক থেকে ছয়টি ডিম খেয়েছেন, তাদের হার্টের কোনো রোগে মৃত্যুর শঙ্কা ২৯ শতাংশ কমে আসে। অথচ যারা সপ্তাহে একটি বা কখনও ডিম খায়নি, তাদের হার্টজনিত রোগে মৃত্যুর ঝুঁকি বেশি।
উইনার্স মেডেল ‘চুপিচুপি’ পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প
উইনার্স মেডেল ‘চুপিচুপি’ পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প
1 দিন আগে
ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মাঠের মতো স্টেজেও জমকালো ছিল উদযাপন। তবে সেই আনন্দঘন মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। চ্যাম্পিয়নদের মাঝে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উইনার্স মেডেল ‘চুপিচুপি’ নিজের পকেটে ঢুকিয়ে নেন! সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, ট্রাম্প বিজয়ীদের মাঝে দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করেই একটি মেডেল নিজের পকেটে রেখে দিচ্ছেন। দেখে মনে হয় যেন তা কোনো খেলোয়াড়ের না বলেই নিয়ে নিচ্ছেন তিনি।