আর্কাইভ
লগইন
হোম
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
‘স্বার্থপর’ সিনেমা দেখে আফসোস, তাসনিয়া ফারিণ যা বললেন
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি আবার বিয়ের পিঁড়িতে ‌বসছেন!
‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি আবার বিয়ের পিঁড়িতে ‌বসছেন!
17 ঘন্টা আগে
গত বছর অর্থ্যাৎ ২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সেবোঝে নার মাধ্যমে জনপ্রিয় পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা।  পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে। পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুইজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন দুইজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু ৪ হাত এক হওয়ার পালা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুইজনে।
ফেসবুকে আরিফিন শুভ যে ইঙ্গিত দিলেন
ফেসবুকে আরিফিন শুভ যে ইঙ্গিত দিলেন
18 ঘন্টা আগে
সপ্তাহজুড়ে ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ও অভিনেতা আরিফিন শুভ। তাদের অভিনীত ‘নূর’ সিনেমার একটি চুম্বনদৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঢাকার চলচ্চিত্রে সচরাচর না দেখা এমন দৃশ্যটি আলোচনায় আনার পাশাপাশি নতুন করে উসকে দিয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন।  যদিও বাস্তব জীবনে শুভ–ঐশীর প্রেমের সম্পর্ক নেই বলে জানা যায়, তবে পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় তারা অভিনয় করেছেন এক অদ্ভুত, তীব্র ও যন্ত্রণাময় প্রেমের গল্পে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার শেয়ার করে আরিফিন শুভও সেই ইঙ্গিতই দিয়েছেন।