আর্কাইভ
লগইন
হোম
অভিনয়
গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক পা করেছেন। এর মধ্যেই তিনি নাটক, সিনেমা এবং ওটিটি সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন। সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান তিনি। তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান। তাই টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন চমকের কতা জানালেন ফারিণ- সম্প্রতি রূপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।
3 দিন আগে
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
2025-11-11
এবার শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি। এর পূর্বেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজারছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার।
কাশ্মীর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’
কাশ্মীর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’
2025-11-04
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশ্মীর চলচ্চিত্র উৎসব। এর পঞ্চম আসরে অংশগ্রহণ করছে বাংলা চলচ্চিত্র ‘নয়া মানুষ’। জানা যায়, ০১ নভেম্বর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত, ৭ দিনব্যাপী এই উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আজ ০৪ নভেম্বর। নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ২০২৪ সালের ০৬ ডিসেম্বর। এই চলচ্চিত্র নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। তিনি বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে প্রতিনিধিত্ব করছে ‘নয়া মানুষ’। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নেবে।
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
2025-11-01
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫১ পেরিয়ে ৫২-তে পা দিলেন। কিন্তু অনন্য সৌন্দর্যের প্রতীক এই অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই যে, তার বয়স নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন ৯০ দশকের সেই হম্বিতম্বি তরুণী ঐশ্বরিয়া রাই। বয়স বাড়ছে, কিন্তু দীপ্তি কমছে না। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আইকোনিক। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।