আর্কাইভ
লগইন
হোম
বেইজিংয়ের গলার কাঁটা ‘রেডিও ফ্রি এশিয়া’ এবার বন্ধ হচ্ছে
বেইজিংয়ের গলার কাঁটা ‘রেডিও ফ্রি এশিয়া’ এবার বন্ধ হচ্ছে
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি আবার বিয়ের পিঁড়িতে ‌বসছেন!
‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি আবার বিয়ের পিঁড়িতে ‌বসছেন!
17 ঘন্টা আগে
গত বছর অর্থ্যাৎ ২০২৪ সালের অক্টোবরে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সেবোঝে নার মাধ্যমে জনপ্রিয় পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান—ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা।  পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে। পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুইজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। শুধু দিনক্ষণই নয়, কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন দুইজনে। রিসেপশনের পরিকল্পনাও শেষ। এবার শুধু ৪ হাত এক হওয়ার পালা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুইজনে।
আবার ভারতকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আবার ভারতকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
21 ঘন্টা আগে
এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় গতকাল সোমবার (০৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?’ জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ‘ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।’
জালিয়াতির অভিযোগে বলিউড জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
জালিয়াতির অভিযোগে বলিউড জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট গ্রেফতার
1 দিন আগে
জনপ্রিয় বলিউড পরিচালক বিক্রম ভাট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। রাজস্থান পুলিশের যৌথ অভিযানে বান্দ্রায় তার শ্যালিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিচালক বিক্রম এবং তার স্ত্রী শ্বেতাম্বরীর বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উদয়পুরের বিখ্যাত আইভিএফ চিকিৎসক এবং ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পরিচালক বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ। উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট ও তার স্ত্রীসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।