আর্কাইভ
লগইন
হোম
ডোনাল্ড ট্রাম্প
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস
ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন এবং অনুষ্ঠানে যোগ দেন। এর পূর্বে গতকাল শুক্রবার (২৫এপ্রিল) তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।
2025-04-26
মাইক্রোসফটের ডেটা সেন্টার পরিকল্পনায় ধীরগতি চলছে
মাইক্রোসফটের ডেটা সেন্টার পরিকল্পনায় ধীরগতি চলছে
2025-04-08
এই ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টার নির্মাণে ৮ হাজার কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তবে ঘোষণার পরপরই পরিকল্পনায় ধীরগতি দেখা যাচ্ছে।  ব্লুমবার্গকে এক সূত্র জানায়, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইলিনয়, নর্থ ডেকোটা ও উইসকনসিনে ডেটা সেন্টার তৈরির উদ্যোগগুলো ধীর হয়ে গেছে। কিছু ক্ষেত্রে নির্মাণ প্রকল্প থেকে প্রতিষ্ঠানটি সরে এসেছে। এ প্রকল্পগুলোর মূলউদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়ান।  মাইক্রোসফটের প্রতিনিধি যদিও বলেছেন, নির্ধারিত বাজেটেই ২০২৫ অর্থবছরে কাজ চালিয়ে যাবে তারা, তবে বাস্তবচিত্র কিছুটা ভিন্নতা রয়েছে।
ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই
ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই
2025-04-07
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার তারা বিক্ষোভ করেন। এবছর জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটিই হচ্ছে ট্রাম্পবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ কর্মসূচি। খবর বিবিসির।  ‘হ্যান্ডস অফ’ শীর্ষে ঐ বিক্ষোভ কর্মসূচির আয়োজকেরা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যসহ মোট ১,২০০ স্থানে সমাবেশ করার পরিকল্পনা করেন। বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ট্রাম্পের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। বিশ্বের বেশিরভাগ দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যে
যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশি পণ্যে
2025-04-03
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর বিবিসির। এর অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায়, এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে।