আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
চবি শিক্ষার্থীকে মানববন্ধন থেকে তুলে নিয়ে মামলা-বহিষ্কার: ৩ বছর পর মুক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে দীর্ঘ ৩ বছর পর অব্যাহতি পেয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জোবায়ের হোসাইন সোহাগ। গতকাল রোববার (০৪ মে) এ মামলা থেকে অব্যাহতি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরো ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। জোবায়ের হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের সীমাহীন জুলুমের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সোচ্চার থাকা, অন্যায়ের প্রতিবাদ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপোষহীন লেখালেখি ও আন্দোলনের কারণে আমি চবি কর্তৃপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হই। ‘তারই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ আগস্ট সিএনজি অটোরিকশা চালকদের সিন্ডিকেট, অন্যায্য ভাড়া ও ক্যাম্পাসে ছাত্রদের মারধরের প্রতিবাদ এবং চক্রাকার বাস চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে তৎকালীন সহকারী প্রক্টর আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভ আমাকে ধরে নিয়ে যায়।
1 দিন আগে
কুয়েট আন্দোলন: সারাদেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
কুয়েট আন্দোলন: সারাদেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
2025-04-23
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মুসাদ্দিক বলেন, আগামিকাল বুধবার আমরা কোনো ক্লাস করব না। দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করুন। সব ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এক দফা দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
2025-04-21
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এর পূর্বে, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে তা মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।