আর্কাইভ
লগইন
হোম
নিষেধাজ্ঞা
এস. আলম স্বার্থসংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
এস. আলম গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ১) আকিজ উদ্দিন, তার স্ত্রী ২) রোকসানা খাতুন, মা ৩) রাবেয়া খাতুন, ৪) বোন হাসমত আরা, দুই ভগ্নিপতি ব্যবসায়ী ৫) নজরুল ইসলাম (স্ত্রী হোসনে আরা), ৬) নাসির উদ্দিন (স্ত্রী শারমিন আক্তার) ও নাসিরের ভাই ৭) মোহাম্মদ সাইফুদ্দিন, আকিজ উদ্দিনের শ্যালক ৮) গোলামুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ৯) এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী ১০) আলমাস আলী, ব্যবসায়ী ১১) বেদার উল ইসলাম, এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রির কর্মকর্তা ১২) জসিম উদ্দিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ১৩) এস এম জামাল উদ্দিন।
11 ঘন্টা আগে