কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মসজিদের রেলিং ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন ঐ এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৯ জুলাই) মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় যান। অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের রেলিং ভেঙে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।