এবার কোড লেখায় নেতৃত্ব দিবে এআই: মার্ক জাকারবার্গ
তথ্য প্রযুক্তির যুগে সফটওয়্যার উন্নয়নে মানুষের ভূমিকা কমে আসছে, সেই জায়গাটি দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এ মেটা সিইও মার্ক জাকারবার্গ জানালেন, আগামী এক বছরে প্রতিষ্ঠানটির অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআই দিয়েই সম্পন্ন হবে।