আর্কাইভ
লগইন
হোম
সন্ত্রাসবিরোধী
মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলা ২০০৬ : দণ্ডপ্রাপ্ত ১২ আসামি খালাস ১৯ বছর পরে
সেই ২০০৬ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণে ১৮৯ জনের মৃত্যু ও ৮০০ জনের বেশি আহত হওয়ার ১৯ বছর পর, মুম্বাই হাইকোর্ট আজ এই মামলায় দণ্ডিত সকল ১২ আসামিকে খালাস দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিগত ২০১৫ সালে একটি বিশেষ আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে, যার মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ ট্রায়াল কোর্টের রায় বাতিল করে জানিয়েছে, ‌‘প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ আদালত তাদের রায়ে বলেছে, ‘এটা বিশ্বাস করা কঠিন যে আসামিরা এই অপরাধ করেছে। তাই তাদের দণ্ড বাতিল করা হলো।’ আদালত আরও জানিয়েছে, অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তাদের মুক্তি দিতে হবে।
16 ঘন্টা আগে