আর্কাইভ
লগইন
হোম
গ্রীস
বিক্ষোভের মুখে গ্রীসে ইসরায়েলি প্রমোদতরী নোঙর করতে পারলো না
গ্রীসের সাইরস দ্বীপে বিক্ষোভের মুখে নোঙর করতে না পেরে গন্তব্য পরিবর্তন করতে বাধ্য হয়েছে একটি ইসরায়েলি প্রমোদতরী। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে “ক্রাউন আইরিস” নামের প্রমোদতরীটি সাইরসের এরমোপোলি বন্দরে ৬ ঘণ্টার যাত্রাবিরতির উদ্দেশ্যে পৌঁছায়। জাহাজটি ইসরায়েলি শিপিং কোম্পানি মানো মেরিটাইম পরিচালিত এবং এতে প্রায় ১,৬০০ যাত্রী ছিলেন, যার মধ্যে অন্তত ৩০০-৪০০ শিশু ছিল। জাহাজটি পৌঁছানোর পরপরই বন্দর এলাকায় স্থানীয়দের একটি বড় বিক্ষোভ শুরু হয়। শুরুতে জাহাজ কর্তৃপক্ষ ধারণা করেছিল, বিক্ষোভকারীরা অল্প সময়েই সরে যাবে এবং সামান্য দেরি শেষে যাত্রীরা নেমে পড়তে পারবেন। কিন্তু বিকেল ৩টা পার হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় জাহাজটিকে অবশেষে সাইরস না ভেড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় এবং এটি সাইপ্রাসের লিমাসল বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।
1 দিন আগে