যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের জন্য ৩ মাস সময় দিল আইসিসি
নানা ধরনের সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে। আইসিসির বোর্ড বৈঠকে তাদেরকে আরও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শৃঙ্খলা ও সুশাসনের ঘাটতি পূরণ করতে পারলে, তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য দল নির্বাচন করার অধিকার পেতে পারে।
গত এক বছর ধরে আইসিসির নজরদারিতে থাকা ইউএসএসি, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) সঙ্গেও বিরোধে জড়িয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে পরিদর্শনে গিয়েছিল আইসিসি’র নিয়োজিত নরমালাইজেশন কমিটি, কিন্তু তারা ইউএসএসি-র অগ্রগতিতে সন্তুষ্ট হয়নি।