আর্কাইভ
লগইন
হোম
নারী আফ্রিকা কাপ
মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া
আবারও নাইজেরিয়ার নাম আফ্রিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নারী আফ্রিকা কাপ অব নেশনস (ডব্লিউএএফসিওএন) ২০২৫ ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে দুই গোল পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ গোলে জয় তুলে নেয় সুপার ফ্যালকনসরা। এর মধ্য দিয়ে তারা জিতে নিল টুর্নামেন্টের রেকর্ড ১০ম শিরোপা—যার নাম দিয়েছিল ‘মিশন এক্স’। প্রথমার্ধেই ২-০ গোলে মরক্কো এগিয়ে যায়। ১২ মিনিটে নাইজেরিয়ার রক্ষণভাগের ভুলে চেববাক দূরপাল্লার এক নিখুঁত শটে গোল করেন। ২৪ মিনিটে সানা মেসৌদি ৫ ম্যাচ পর জালে বল জড়িয়ে দলকে আরও এগিয়ে দেন। নাইজেরিয়ার কাছে এটা ছিল এই আসরে প্রথম ওপেন প্লে থেকে গোল হজম। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও তারা আক্রমণে ছিল নিষ্প্রভ। তবে বিরতির পর মাঠে নামে এক ভিন্ন রূপের নাইজেরিয়া।
5 ঘন্টা আগে