আর্কাইভ
লগইন
হোম
তাজনুভা জাবিন
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন বাংলাদেশে নির্বাচন কমিশনকে (ইসি) দলীয়করণ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনো নির্বাচন কমিশন তালিকায় রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।’  গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশালের পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। গণঅভুত্থানের পরে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কোন্দল। খুনোখুনি করছে, সবার হাতেই রক্ত লেগে আছে। আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত দেশ দেখতে চেয়েছিলাম। কোনো দলের সহিংসতাই আর আমরা মেনে নেব না।’
1 দিন আগে