মেহেরপুরের গাংনীতে বাইক দুর্ঘটনায় নিহত ২
মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল ওলিনগর এলাকায় বাইক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)।
আহত ব্যক্তি হলেন- ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।