বিভিন্ন জায়গা থেকে আমাদের ওপর নানাভাবে বাধা আসছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে শহীদ স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ ও কক্সবাজারে হামলার প্রেক্ষাপটে আমরা অনেক ডিফিকাল্টিজের (অসুবিধা) মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে।