আর্কাইভ
লগইন
হোম
বিদেশ সফর
বিয়ের ৫ মাস পর মেহজাবীন-আদনান দম্পতি হানিমুনে, কোথায় তারা?
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দেখতে দেখতে ৫ মাস পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের। এরইমধ্যে একসঙ্গে একাধিকবার বিদেশ সফরে গেছেন এই তারকা জুটি, যদিও বেশিরভাগই ছিল কাজ কিংবা অবকাশ যাপনের উপলক্ষ্য। তবে এবার জানা গেল, নিজেদের হানিমুন উদযাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির শিল্প-সংস্কৃতির শহর লেইক কমোতে। গত শনিবার ফেসবুকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেইক কমো থেকে একাধিক ছবি শেয়ার করেন মেহজাবীন। কিছু ছবিতে তাকে দেখা যায় নীলচে পোশাকে লেইকের পাড়ে একা দাঁড়িয়ে, আবার কিছু ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন একান্ত রোমান্টিক মুহূর্তে।
7 ঘন্টা আগে