আর্কাইভ
লগইন
হোম
মা দিবস
বিশ্ব মা দিবস: ৩ তারকার মা পাচ্ছেন সম্মাননা
আজ বিশ্ব মা দিবস। এ উপলক্ষ্যে শোবিজের ৩ তারকার মা'সহ এ বছর ১২ মাকে ‘গরবিনী মা’ সম্মাননা জানাতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্ব মা দিবসে তারা ১১ বছর ধরে ‘গরবিনী মা’ সম্মাননা দিয়ে আসছে। এ বছর এই সম্মাননা প্রদানের এক যুগ পূর্তি। আর সেজন্যই এবছর বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ সন্তানের মাকে সম্মাননা প্রদান করা হবে। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘গরবিনী মা সম্মাননা ২০২৫’-এ এ বছর সম্মানিত হচ্ছেন বিনোদন অঙ্গনের ৩ গুণী সন্তানের মা। অভিনয় থেকে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা প্রদান করা হবে। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আজ বিকালে এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে।
21 ঘন্টা আগে