কোমর বা পিঠে ব্যথা (ব্যাকপেইন) সারান প্রাকৃতিক উপায়ে
ব্যাকপেইন অর্থ্যাৎ কোমর বা পিঠে ব্যথা আজকাল অনেক মানুষেরই সাধারণ সমস্যা। তবে ওষুধের ব্যবহার না করেই অনেক উপায় আছে যা ঘরে বসেই প্রয়োগ করা যায়। চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ ও সাম্প্রতিক গবেষণা বলছে— এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে।
নিয়মিত হালকা শারীরিক ব্যায়াম ও স্ট্রেচিং। প্রতিদিন হালকা হাঁটা বা সাঁতার পিঠের পেশি জোরদার ও নমনীয়তা বাড়াতে সাহায্য করে। যোগাসন, পিলাটিস ও তাই চি অনুশীলন করলে শরীরের ব্যালান্স বজায় থাকে, শ্বাস-প্রশ্বাস ভালো হয় আর মানসিক চাপ কমে।