‘মোস্তাফিজের মতো বোলার বিশ্বে আর নেই’: মোহাম্মদ আশরাফুল
মোস্তাফিজের পুরো মৌসুমে খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে। সেসময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। সেজন্য পুরো আইপিএলে খেলা হবে না তার। ২৬ মার্চ শুরু হবে আইপিএল।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরও অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে তাদের মান আরও বাড়বে। মোস্তাফিজের সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়াটা গর্বের বিষয়।’