আর্কাইভ
লগইন
হোম
মেহেদী হাসান মিরাজ
‘শোয়াই ফেলবো একদম’: নাজমুল হোসেন শান্ত
আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন– কোয়াব আয়োজন করেছে বিশেষ এক ম্যাচ। যে প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজ হবেন মুখোমুখি। শান্তর দল- অদম্য খেলবে মিরাজের দল অপরাজেয়-এর বিপক্ষে। এই ম্যাচটি প্রীতি ম্যাচ। তবে তার আগে কথায় রীতিমতো উত্তাপ ছড়ালেন শান্ত; জানালেন প্রীতি ম্যাচ নয়, মাঠে জেতার জন্যই খেলবে তার দল। তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’
1 দিন আগে