আর্কাইভ
লগইন
হোম
বিএনপির হাইকমান্ড
বিএনপি রুদ্ধদ্বার বৈঠকে দলীয় প্রার্থীদের যে জরুরি নির্দেশনা দিলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেওয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি। আজ দ্বিতীয় দফায় বৈঠক। এর পূর্বে গতকাল ১০৭ প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড।সেখানে দেওয়া হয় জরুরি কিছু নির্দেশনা। জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি। সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে। সূত্রমতে, সংসদীয় আসন পঞ্চগড়-১ থেকে শুরু করে ক্রমান্বয়ে ১০৭ প্রার্থীর সঙ্গে প্রথম দিনের বৈঠক হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
14 ঘন্টা আগে