আর্কাইভ
লগইন
হোম
শিক্ষক
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
সহকারী প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভিভাবকরা জানায়, সকালে কয়েকজন ম্যাডাম আসছিল তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো.শাহজাদা ওসমানী বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভবিবাক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 
6 দিন আগে
আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনার থেকে আলটিমেটাম ঘোষণা
আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনার থেকে আলটিমেটাম ঘোষণা
2025-10-16
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে টানা ৫ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ (১৬ অক্টোবর) দাবি আদায় না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন তারা। বিকাল ৫টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা দাবি না মানেন, তাহলে যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে এই ঘোষণা দেন আজিজী। এজন্য বিকাল ৫টা পর্যন্ত যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছেন তারা। এর পূর্বে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজী ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপনটা এমনভাবে করতে হবে যে এখনই ২০ শতাংশের কথা উল্লেখ থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা তাদের ৫ শতাংশ বাড়ানোর কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।