আর্কাইভ
লগইন
হোম
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
পরকীয়া প্রেমিকের হাতেই নির্মমভাবে খুন হয়েছেন নাহিদা সুলতানা লাবনী (২৫) নামে এক গৃহবধূ। ২৪ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন কাটারমহল গ্রামের চাঞ্চল্যকর লাবনী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রেমিক মিলন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লাবনীর ৪ ভরি সোনার গহনাও উদ্ধার করা হয়। গত রোববার (৩০ নভেম্বর) সলঙ্গা থানা আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন মিলন হোসেন। মিলন বড়গোজা গ্রামের বাসিন্দা। নিহত লাবনী ধুবিলকাটার মহলের আব্দুল কাইয়ুম রিগ্যানের স্ত্রী।  
6 দিন আগে
ফতেহ লোহানী রূপকার ছিলেন, বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের
ফতেহ লোহানী রূপকার ছিলেন, বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের
2025-07-29
আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান। যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত সবার কাছে । তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। তিনি দক্ষ আবৃত্তিকার হিসাবেও প্রশংসিত ছিলেন এবং অভিনয় করেছেন ৪৪টি সিনেমা ও অনেক নাটকে। গত শতাব্দীর ১৯২৩ সালের ১১ মার্চ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এ গুণী ব্যক্তিত্ব। তার বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। তার মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা ও লেখিকা। তাই কলকাতায় ছেলেবেলা ও শিক্ষাজীবন অতিবাহিত হয় ফতেহ লোহানীর। তিনি কলকাতার সেন্ট মেরিজ ক্যাথেড্রাল মিশন হাইস্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন।