আর্কাইভ
লগইন
হোম
সিএমএইচ
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে রাজশাহীতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত পাইলটের উপশহরের ভাড়া বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন ‘আশ্রয়’ ভবনের সামনে। তৌকিরের পরিবার রাজশাহী শহরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন সৃষ্টি খাতুন শোকসন্তপ্ত অবস্থায় রয়েছেন। প্রতিবেশীদের মতে, তৌকির ছিলেন অত্যন্ত ভদ্র ও মেধাবী তরুণ। এই পরিবারটি রাজশাহীতে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছে। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে। ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট বোন সৃষ্টি খাতুন বিবাহিত এবং রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষে পড়ছেন। এক প্রতিবেশী বলেন, ওকে ছোটবেলা থেকে দেখেছি। এমন একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাবে—ভাবতেই পারছি না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
12 ঘন্টা আগে