যুক্তরাষ্ট্র বাতিল করল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক
বিশ্ব বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ‘রোবোট্যাক্সি’ শব্দটি ট্রেডমার্ক হিসাবে নিবন্ধনের আবেদন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস (USPTO) প্রত্যাখ্যান করেছে। তার কারণ হিসাবে সংস্থাটি জানায়, শব্দটি অত্যন্ত সাধারণ ও বিবরণধর্মী হওয়ায় তা ট্রেডমার্ক হিসাবে নিবন্ধনের অযোগ্য।
এছাড়া, টেসলা ‘সাইবারক্যাব’ নামেও একটি ট্রেডমার্ক আবেদন করেছিল, যা বর্তমানে স্থগিত রয়েছে, এ নামে আগেই অন্যান্য প্রতিষ্ঠান ট্রেডমার্ক দাবি করায় এটি এখন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।
এসব আইনি বাধা সত্ত্বেও, টেসলা তাদের চালকবিহীন ট্যাক্সি প্রকল্প বাস্তবায়নে সামনে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের জুন মাসেই তারা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সেবা চালু করবে। শুরুতে ১০-২০টি স্বয়ংচালিত গাড়ি এ সেবায় যুক্ত থাকবে, পরবর্তীতে তা বাণিজ্যিকভাবে বড় পরিসরে সম্প্রসারিত করা হবে।