অপহৃত ১০০ শিক্ষার্থীদের উদ্ধার করেছে নাইজেরিয়ার যৌথবাহিনী
গতমাসে নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। গতকাল রোববার (০৭ ডিসেম্বর) তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মীয় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) এর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিগতি ২০২৩ সালের ২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে।
সেনা-পুলিশ যৌথ বাহিনী ঐ দিন থেকেই অপহৃতদের উদ্ধার করতে অভিযান শুরু করে। ১৫ দিনের প্রচেষ্টায় ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। তবে এখনও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।