মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা বললেন জায়েদ খান
র্তমানে ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর হাসপাতালে ভর্তি আছেন। প্রায় ৯ বছর আগে তিনি ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন এই খল অভিনেতা। আবারও তিনি সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন। আবার সেই সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।