ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি, আবাসিক হল খোলা ও সশরীরে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর জানায়, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া এবং একইদিন থেকে নিয়মিত ক্লাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ০৩ ডিসেম্বর বুধবার ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্পের পর বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষা ও মূল্যায়নের অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।