আর্কাইভ
লগইন
হোম
ইনসাফ
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’
তারকাদের একের পর এক লুক প্রকাশ করে আলোচনায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তার নতুন সিনেমা ‘ইনসাফ’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ করছেন এই নির্মাতা। গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের একক পোস্টার। যেখানে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রীকে। সিনেমার পোস্টার ফেসবুকে প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
8 ঘন্টা আগে