ভারত আগ্রাসন চালালে জবাব দিতে পুরোপুুরি প্রস্তুত পাক সেনাবাহিনী
ভারত যদি পাকিস্তানের ওপর আগ্রাসন চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেছেন। তিনি গতকাল রোববার (০৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরে ইন-ক্যামেরা ব্রিফিংয়ে কার্যত এই হুঁশিয়ারি দেন ভারতকে।
বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের নিয়ে এদিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফ করেন লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৈঠকে আহমেদ শরীফ চৌধুরী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জোর দিয়ে তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।