আর্কাইভ
লগইন
হোম
ভারতের লক্ষ্য নিয়ে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল
ভারতের লক্ষ্য নিয়ে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল
দ্য নিউজ ডেস্ক
April 03, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফিফার ঐতিহাসিক সিদ্ধান্ত: আফগান নারীদের ‘শরণার্থী ফুটবল দল’ অনুমোদন পেল
ফিফার ঐতিহাসিক সিদ্ধান্ত: আফগান নারীদের ‘শরণার্থী ফুটবল দল’ অনুমোদন পেল
4 ঘন্টা আগে
ফিফা নারীদের ফুটবলের ইতিহাসে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আফগান নারী ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি ‘শরণার্থী দল’ গঠনের অনুমোদন দিয়েছে। এই দল গঠনের সিদ্ধান্তকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আখ্যা দিয়েছেন “একটি মাইলফলক মুহূর্ত” হিসেবে। এই নতুন দলটিতে বিদেশে আশ্রয় নেওয়া আফগান নারীরা খেলবেন, যারা নিজেদের দেশে তালেবান শাসনের কারণে ফুটবল খেলতে পারছেন না। দলটি প্রথমে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে মাঠে নামবে। পরবর্তীতে, ফিফা এই উদ্যোগের স্থায়ীত্ব নির্ধারণ করবে।
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
7 ঘন্টা আগে
অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। গতকাল শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’ অপর আরেকটি পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও। সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’