আর্কাইভ
লগইন
হোম
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
কানাডার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
মালয়েশিয়া ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক টানতে চায়
1 দিন আগে
আগামী ২০২৬ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। তিনি বলেন, পর্যটন, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক আদান–প্রদান আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) রাতে এক গালা ডিনারে বক্তৃতাকালে হাইকমিশনার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে।
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
3 দিন আগে
প্রায় দীর্ঘ ৩৯ বছর পর খুলছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিং শহরের চৌরাস্তা থেকে ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে একদল পর্বতারোহী রাগেরুং চা বাগান পর্যন্ত হাঁটবেন। এরপর থেকেই শুরু হবে ঐ রুটে পর্যটকদের ট্রেকিং। জিটিএ সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় রাগেরুং ট্রেকিং রুট বন্ধ হয়ে যায়। এরপর রাগেরুং হোম স্টে অর্গানাইজেশন ও রাগেরুং চা বাগান কর্তৃপক্ষ রুটটি চালু করার জন্য কয়েকবার চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। পর্যটন শিল্প বিকাশের জন্য জিটিএ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে পুরাতন জায়গাগুলোকে পুনরুজ্জীবিত করছে। ওই কর্মসূচিতেই রয়েছে দার্জিলিং থেকে রাগেরুং ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিংয়ে অনুষ্ঠিত ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে জিটিএ-র পর্যটন বিভাগ ডি-হাইক আয়োজন করছে। ডি-হাইকটি চৌরাস্তা থেকে রাগেরুং পর্যন্ত ১২ কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করবে। রাগেরুং হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিং শেরপা বলেন, “রাগেরুং-এ ২২টি হোম স্টে আছে। আমরা ২০১১ সালে শুরু করেছিলাম। পর্যটকদের জন্য এটি খুবই মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা। চৌরাস্তা থেকে রুংডুং খোলা হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রাগেরুং পৌঁছনো সম্ভব।”
কানাডা সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো সিরিয়াকে
কানাডা সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো সিরিয়াকে
3 দিন আগে
কানাডা সিরিয়াকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের প্রায় একবছর পর এমন সিদ্ধান্ত নিল কানাডা সরকার। আসাদ ক্ষমতায় থাকাকালে ২০১২ সালে সিরিয়াকে এই তালিকায় রাখা হয়েছিল। দেশটি তখন ২০১১ সালের মার্চে শুরু হওয়া সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, যা প্রায় ৫ লাখ মানুষকে হত্যা করে এবং যুদ্ধ-পূর্ব ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার অর্ধেককে বাস্তুচ্যুত করে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ দেশটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পুনরায় অন্তর্ভুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করলো
যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করলো
6 দিন আগে
যুক্তরাষ্ট্র বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) এই তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের নাগরিকদের ওপর, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ যোগ হলো—যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম মূল প্রতিশ্রুতি।