আর্কাইভ
লগইন
হোম
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
দ্য নিউজ ডেস্ক
July 16, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
11 ঘন্টা আগে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সারাদেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। ‘গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে।’
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
1 দিন আগে
আজ বুধবার (১৬ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।’
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
1 দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন বাংলাদেশে নির্বাচন কমিশনকে (ইসি) দলীয়করণ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনো নির্বাচন কমিশন তালিকায় রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।’  গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশালের পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। গণঅভুত্থানের পরে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কোন্দল। খুনোখুনি করছে, সবার হাতেই রক্ত লেগে আছে। আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত দেশ দেখতে চেয়েছিলাম। কোনো দলের সহিংসতাই আর আমরা মেনে নেব না।’