আর্কাইভ
লগইন
হোম
ছুটিরদিনে ঘুরে আসুন বিমান বাহিনী জাদুঘর
ছুটিরদিনে ঘুরে আসুন বিমান বাহিনী জাদুঘর
দ্য নিউজ ডেস্ক
April 19, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পর্যটকদের নজর কাড়ে বকশীগঞ্জ মসজিদে নূর
পর্যটকদের নজর কাড়ে বকশীগঞ্জ মসজিদে নূর
1 দিন আগে
জামালপুর জেলার সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর মসজিদ হল মসজিদে নূর। শতবর্ষের পুরোনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্যের কথা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। দৃষ্টিনন্দন মসজিদটি একনজর দেখতে এবং নামাজ আদায় করতে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ছুটে আসেন। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নির্মিত মসজিদটি এরইমধ্যে দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। স্থানীয়রা জানান, অসাধারণ নির্মাণশৈলীর নান্দনিক মসজিদটি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে। হজে যাওয়ার পর অনুপ্রাণিত হয়ে মসজিদটি তৈরি করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী। মসজিদের কাঠামো মার্বেল পাথর দিয়ে তৈরি। যা বিদেশ থেকে আনা হয়েছে। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। তিন দরজাবিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। চারপাশে পিলারের ওপর নির্মিত ৭টি গম্বুজ ও ৪ টি বড় মিনার।
২১ জুন থেকে শুরু হবে ওমানের ধোফারে খারিফ উৎসব
২১ জুন থেকে শুরু হবে ওমানের ধোফারে খারিফ উৎসব
4 দিন আগে
ওমানের ধোফার গভর্নরেটে শুরু হচ্ছে ২০২৫ সালের খারিফ উৎসব। আগামী ২১ জুন থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মৌসুমভিত্তিক উৎসব, যা প্রতিবছর লক্ষাধিক দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। ধোফার পৌরসভার চেয়ারম্যান ড. আহমেদ আল-ঘাসানি জানিয়েছেন, এবারের খারিফ উৎসব নানা নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ঐতিহ্যবাহী হেরিটেজ ভিলেজ-এর রূপান্তর। এটি এবার হয়ে উঠবে একটি গ্লোবাল ভিলেজ, যেখানে মিশরের খান আল খলিলি, সিরিয়ার সৌক আল হামিদিয়া এবং কাতারের সৌক ওয়াকিফ-এর আদলে নানা সংস্কৃতি, হস্তশিল্প ও খাবারের পসরা সাজানো হবে।
গরমকালে ভ্রমণে যেসব বিষয়গুলি খেয়াল রাখবেন
গরমকালে ভ্রমণে যেসব বিষয়গুলি খেয়াল রাখবেন
2025-04-23
ভ্রমণে সময়জ্ঞানে আটকায় না। ছুটি পাওয়া গেছে, শরীরও ঠিকঠাক আছে—প্লান করে দে ছুঁট! কিন্তু গরমের সময় ভ্রমণের ক্ষেত্রে সকলেরই একটু সতর্ক থাকা উচিত। বিশেষ করে মন ভালো করার জন্য ট্যুরে গিয়ে যদি শরীরটা খারাপ করে আসেন, তবে তো মহা মুসিবত। তাই আগে-ভাগে কিছু বিষয় মাথায় রাখা উচিত। দেশে গরমের মাত্রা এখন মোটামুটি চরমে। হিথস্ট্রোক, বমি ভাব, গা গুলানোর মতো সমস্যা ভ্রমণে গিয়েও হতে পারে। ঘুরতে যাওয়ার আগে তাই এমন কিছু বিষয় আছে, যা ভাবা উচিত। যদিও এসব ছোট বিষয় আমরা এড়িয়ে যাই এবং ভ্রমণের সময় গিয়ে মনে হয়—‘ইশ্ এটা কেন সঙ্গে করে আনলাম না।’ এমন আফসোস দূর করার জন্য হলেও কিছু বিষয় মাথায় রেখে বেড়াতে যাওয়া উচিত।
বান্দরবানের লামায় উদ্বোধন হলো মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি
বান্দরবানের লামায় উদ্বোধন হলো মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি
2025-04-22
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) রিসোর্টটি উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্মসচিব সালেহা বিনতে সিরাজ। ডউদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)- এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো. মনিরুজ্জামান মাসুদ, পরিচালক আবু হানিফ মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জা এবং পরিচালক, মো ইসমাইল আমিন, গাঙচিল ট্যুরিজম।