আর্কাইভ
লগইন
হোম
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
দ্য নিউজ ডেস্ক
July 22, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
উত্তরার বিমান দুর্ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক প্রকাশ
উত্তরার বিমান দুর্ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক প্রকাশ
2 ঘন্টা আগে
বাংলাদেশের ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। গতকাল সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। দুই সন্তানের জননী হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া
5 ঘন্টা আগে
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে রাজশাহীতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত পাইলটের উপশহরের ভাড়া বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন ‘আশ্রয়’ ভবনের সামনে। তৌকিরের পরিবার রাজশাহী শহরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। তার বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন সৃষ্টি খাতুন শোকসন্তপ্ত অবস্থায় রয়েছেন। প্রতিবেশীদের মতে, তৌকির ছিলেন অত্যন্ত ভদ্র ও মেধাবী তরুণ। এই পরিবারটি রাজশাহীতে প্রায় ২৫ বছর ধরে বসবাস করছে। তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে। ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট বোন সৃষ্টি খাতুন বিবাহিত এবং রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষে পড়ছেন। এক প্রতিবেশী বলেন, ওকে ছোটবেলা থেকে দেখেছি। এমন একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাবে—ভাবতেই পারছি না। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ জন
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ জন
6 ঘন্টা আগে
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দীন।